• রাজশাহী বিভাগ

    RAB অভিযান টাপেন্ডাডল ও গাঁজাসহ গ্রেফতার-৪

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:১৬:০৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহ আলম-ক্রাইম রিপোর্টার:

    মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ৯ টায় স্টেশন এলাকা থেকে টাপেন্ডাডল ট্যাবলেট ও গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

    র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ী হচ্ছে মোঃ সোহেল রানা (৩৮), মোঃ সৌরভ(১৯), মোঃ আসলাম আলী (৩৯) ও মোঃ বাইজিদ হোসেন(১৯)।

    রেলওয়ে স্টেশন এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে নিজস্ব গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ৯ টায় সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় টাপেন্ডাডল ট্যাবলেট ১৯ পিস ও গাঁজা ১০ গ্রাম সহ তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য গাাঁজা ও টাপেন্ডাডল ট্যাবলেট অবৈধ ভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

    আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ