LEAD ফার্মাসিটিক্যালস্ (আয়ুর্বেদিক) এর মেডিকেল প্রমোশন অফিসার মোঃ ছাইফুল ইসলাম সারা দেশের ৫ম স্থান।
LEAD ফার্মাসিটিক্যালস্( আয়ুর্বেদিক) কর্তৃক আয়োজিত মেডিকাল প্রমোশন অফিসার সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান, গত ১১/০১/২০২১ ইং তারিখে ময়মনসিংহ অফিসে অনুষ্ঠিত হয়। লীড ফার্মাসিটিক্যালসের সারা দেশের মেডিকাল প্রমোশন অফিসাদের টপ টেনের মধ্যে মোঃ ছাইফুল ইসলাম ৫ম স্থান অধিকার করেন। এজন্য লীড ফার্মাসিটিক্যালসের পক্ষ থেকে মোঃ ছাইফুল ইসলামকে একটি স্বর্ণের আংটি পুরষ্কার দিয়েছেন লীড ফার্মাসিটিক্যালসের এম ডি মোঃ নূর হোসেন। ভালুকার কৃতি সন্তান মোঃ ছাইফুল ইসলাম দৈনিক আলোকিত ৭১ কে জানান, নিজের অভিজ্ঞতা থেকে তিনি বললেন, ‘এ পেশায় ভালো করতে হলে অবশ্যই দক্ষতা প্রয়োজন। তবে সেই সঙ্গে কাজের প্রতি নিষ্ঠা, প্রতিশ্রুতি ও সততা থাকতে হবে।’
দক্ষতা ও যোগ্যতা অবশ্যই প্রয়োজন। এর সঙ্গে কাজটাকে উপভোগ করাও প্রয়োজন। কাজ যদি উপভোগ করা হয়, তাহলে কাজে আরও বেশি দক্ষতা আসবে। ‘কাজের মধ্যে আনন্দ থাকতে হবে। সবচেয়ে বড় জিনিস কাজের মধ্যে নিজের আগ্রহটা খুঁজে নেওয়া।’
মেডিকেল রিপ্রেজেন্টিটিভ বা মেডিকেল প্রমোশন অফিসারের কাজটি হলো মার্কেটিং বা বিপণনের।
যেহেতু কাজই হচ্ছে নিজের পণ্যের সঙ্গে অন্যকে পরিচয় করিয়ে দেওয়া, সেহেতু পণ্য সম্পর্কে সঠিক এবং পরিপূর্ণ জ্ঞান অবশ্যই প্রয়োজন বলে মনে করেন এজন্য প্রতিটি ওষুধ বা পণ্য সম্পর্কে জানতে ও বুঝতে হবে। তাই যাঁরা এ পেশায় আসতে চান, তাঁদের সারাক্ষণ শেখার মধ্যেই থাকতে হবে। নিজে যেটা জানছেন, তা সঠিকভাবে অন্যদের জানাতে হবে। তাই এ পেশায় যোগাযোগের দক্ষতা সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন । আমি যত দক্ষই হই না কেন, আমার সঙ্গে যদি অন্য কেউ না মেশে বা আমি যদি কারও সঙ্গে মিশতে না পারি, তাহলে মার্কেটিংয়ে ভালো করা যাবে না।’ মোঃ ছাইফুল ইসলাম বলেন, এ পেশাতে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি জানান, যোগাযোগটা হতে পারে দুভাবে—এক. মুখের কথায় এবং দুই. শারীরিক ভাষা। সুন্দর কথার মাধ্যমে পণ্যের পরিচয় তুলে ধরতে হবে। আবার শরীরের ভাষা দিয়ে শ্রোতাকে কথা শুনতে আগ্রহী করে তুলতে হবে।। নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি বলেন, আমি কথা বলতে পছন্দ করি। প্রতিদিন অন্তত একজন নতুন মানুষের সঙ্গে পরিচিত হই। এ পেশায় উন্নতির জন্য এটি খুব বেশি প্রয়োজন।’
বর্তমানে তরুণদের এ পেশায় আসতে আরও আগ্রহী করতে ওষুধ কোম্পানিগুলোর দায়িত্ব আছে বলে মনে করেন। ‘অনুশীলন ও পণ্য সম্পর্কে জ্ঞান এ পেশায় অত্যন্ত দরকারি জিনিস। মোঃছাইফুল ইসলামের মতে সঠিক সময় এবং সঠিক পথটা জানতে হবে চিকিৎকদের কাছে যাওয়ার জন্য। তিনি বলেন, ‘কারও যদি অপেক্ষা করতে হয়, তাহলে সে যেন মনে করে একটি ভালো কাজের জন্য অপেক্ষা করছে। প্রত্যেককে বিশ্বাস করতে হবে, এটি একটি মহৎ পেশা।’
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.