• Uncategorized

    COVID-19 চিকিৎসা পেশার পাশাপাশি রাতের আধারে আর্তমানবতার সেবায় বি পি ডি এ রাজশাহী জেলা আহবায়ক

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২০ , ৪:০৫:৫৬ প্রিন্ট সংস্করণ

    বিদ্যুৎ চন্দ্র বমর্ন-স্টাফ রিপোর্টারঃ

    শুধুমাত্র চিকিৎসা পেশাতেই থেমে নায় বাংলাদেশ প্যারামেডিক্যাল ডক্টরস এ্যাসোসিয়েশানের রাজশাহী জেলা আহবায়ক ডাঃ মোঃ আকতার হোসেন বাবু ভাই।

    নিজস্ব সংবাদ কর্মীর তথ্য ও চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে তাঁর এই ভিন্ন ধর্মী কর্মকান্ড।

    সংবাদ দাতা জানান, করোনা  মহামারিতে এলাকার মানুষের সমস্যা বিবেচনা করে কিছু সাহায্য করার পরিকল্পনা করেন আহ্বায়কের মামা ব্যারিষ্টার আবু বকর  সিদ্দিক রাজন এই পরিকল্পনায় শরীক হোন ডাঃ আকতার হোসেন।

    দিনের আলোতে নয় রাতের আঁধারে। সমস্যায় পতিত মানুষের বাড়িতে  নিজেদের অর্থায়নে পৌঁছে দিচ্ছেন বাড়িতে বাড়িতে সাহায্য সামগ্রি। আজ করোনা মহামারিতে মানুষ সাময়িক  সমস্যায় ভুগছেন  তাদের আত্ম সম্মানের কথা বিবেচনা করে রাতের আঁধারে সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করেন পুঠিয়া, দূর্গাপুরের কৃতি সন্তান ব্যারিষ্টার রাজন । আর এই মহৎ পরিকল্পনাকে বাস্তব রুপ দিয়ে যাচ্ছেন বি.পি.ডি এ জেলা আহবায়ক । ডাঃ আকতার হোসেন বাবু ভাই ব্যারিষ্টার রাজনের সাথে ফোন আলাপে জানা যায় । 

    এলাকার মানুষের বর্তমান পরিস্থিতির বিবেচনা করে এই ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে । তিনি বাংলাদেশের প্যারমেডিক্যাল ডক্টরস এসোসিয়াশনের কর্মকান্ডের ভূয়সি সি প্রশংসা করেন এবং সকল প্রকার আইনী সহায়তার আশ্বাস দেন এবং বি.পি.ডি এ এর সফলতা কামনা করেন ডাঃ আকতার হোসেন বাবু ভাই জানান চিকিৎসা পেশা একটি মহৎ পেশা। চিকিৎসার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা  করছি বাঁকিটা আল্লাহ পাক এর ইচ্ছা তিনি বি.পি.ডি. এর সকল চিকিৎসকে এক যোগে কাজ করার আহবান জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ