• Uncategorized

    তানোরে ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন পালিত

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ১১:৫১:৪১ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে যিশু খ্রিস্টের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং অতীত জীবনের পাপ মোচনের জন্য প্রার্থনা করেন ভক্তরা। একই সঙ্গে ধর্মীয় আনন্দ ছড়িয়ে দিতে নানা আয়োজন করা হয় উপজেলার ১২৭ টি গির্জাতে। বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার মুন্ডুমালা পৌর সদরে অবস্থিত সাধু জনমেরি জিয়ার্নী গীর্জাসহ উপজেলার বিভিন্ন এলাকার ১২৭ টি গির্জায় প্রার্থনা এবং কেক কেটে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসব শুরু হয়। বাইবেল পাঠ ও যিশু খ্রিস্টের জীবন ও ত্যাগ নিয়ে আলোচনা ভক্তদের মধ্যে গভীর ভাবগাম্ভীর্য তৈরি করে।

    উৎসবের আগের দিন সন্ধ্যায় তানোর উপজেলার খ্রিস্টান পল্লীগুলো আলোকসজ্জায় সাজানো হয়। কীর্তনের আয়োজন বড়দিনের উৎসবে নতুন মাত্রা যোগ করে। নারী ভক্তরা পিঠা-পায়েসসহ বাহারি খাবার তৈরি করে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খ্রিস্টান ধর্মাবলম্বীয় নেতা কামিল মার্ডি বলেন, বড়দিন উদযাপন শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, এটি আন্তঃধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে পরিণত হয়েছে উপজেলার সকল গির্জা গুলোতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে বড়দিন পালিত হচ্ছে।

    ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে বিভিন্ন গির্জায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন,
    দিনটি উপলক্ষে উপজেলার বিভিন্ন গির্জা পরিদর্শন করেছি। খ্রিষ্টনধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারিভাবে উপজেলর ১২৭ টি গির্জায় ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রলল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-মামুন, মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিল মার্ডি ও মুন্ডুমালা সাধু জনমেরি জিয়ার্নী গীর্জার ফাদার বার্নাস টুডু সহ শত শত ভক্তরা উপস্থিত ছিলেন।#

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ