• Uncategorized

    যৌতু‌কের দাবী‌তে গৃহবধূ’কে নির্যাতন

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ১:৩২:২১ প্রিন্ট সংস্করণ

    সাদুল্লাপু‌রের পল্লীতে যৌতু‌কের দাবী‌তে ২ সন্তা‌নে জননী স্ত্রী সা‌হিদা খাতুনকে শারী‌রিক নির্যাতন করার অ‌ভি‌যো‌গে থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছেন ভুক্তভু‌গির বাবা আব্দুল হা‌মিদ মোল্লা ওর‌ফে আলা মিয়া। ঘটনা‌টি ঘ‌টে‌ছে, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপ‌জেলার ধা‌পেরহাট ইউ‌নিয়‌নের বকশীগজ্ঞ বোয়ালীদহ গ্রা‌মে। থানার অভিযোগ ও ভুক্ত‌ভোগী প‌রিবার সু‌ত্রে জানা যায়, বিগত ২০ বছর পূ‌র্বে বোয়ালীদহ গ্রা‌মের মৃত কা‌দের মন্ড‌লের পুত্র মিজানুর রহমা‌নের সা‌থে একই উপ‌জেলার ইদিলপুর ইউপির মাজমপুর গ্রা‌মের আব্দুল হা‌মিদ মন্ড‌লের কন‌্যা সা‌হিদা খাতু‌নের বি‌য়ে হয়। বি‌য়ের পর থে‌কেই যৌ‌তুকের লোভী স্বামী মিজানুর রহমান যৌতু‌কের জন‌্য স্ত্রী সা‌হিদা‌কে শারিরিক ও মানষিক নির্যাতন করাসহ বিভিন্ন সময়ে মার‌পিট কর‌তো এমতাবস্থায় গত ১৯ ডি‌সেম্বর রা‌ত ৯ ঘ‌টিকার সময় সা‌হেদার নিকট স্বামী মিজানুর রহমান দুই লক্ষ টাকা যৌতুক দাবী ক‌রে, দাবীকৃত টাকা দি‌তে অস্বীকার কর‌লে মিজানুর সহ তার বা‌ড়ির লোকজন সাহিদা খাতুন‌কে বেধরক মার‌পিট ক‌রে রক্তাক্ত জখম ক‌রে। এ সময় সা‌হিদা খাতু‌নের ডাক‌চিৎকা‌রে প্রতি‌বে‌শি লোকজন ছুটে এসে তা‌কে উদ্ধার ক‌রে। নির্যাতনের শিকার গৃহ বধ এখবর মোবাইল ফোনে তার বাবাকে জানালে এ ব‌্যাপা‌রে সা‌হিদার পিতা বাদী হ‌য়ে ৪ জন‌কে বিবাদী ক‌রে সাদুল্লাপুর থানায় এক‌টি অ‌ভি‌যোগ দা‌খিল ক‌রেন। অভিযোগ পেয়ে ধাপেরহাট ফাড়ীর পুলিশ গত মঙ্গল বার সন্ধায় ঘটনাস্থল পরিদর্শন করে গুরুতর আহত গৃহবধূ সা‌হিদা বেগমকে স্বামীর বা‌ড়ি‌ হতে উদ্ধার করে চিকিৎসার জন্য তার বাবার জিম্মায় হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে নির্যাতিতা গৃহবধূ পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নির্যাতিতা গৃহ বধুকে উদ্ধার কালে তার স্বামী মিজানুর পলাতক ছিল। বর্তমানে সাহিদা হাসপাতালের বেডে কাতরা‌চ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ