• Uncategorized

    তানোরে প্রতিবন্ধী প্রাক-প্রাথমিক কেন্দ্রের উদ্ধোধন

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ১২:৩৪:২৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশু-কিশোদের জন্য এবার গ্রাম পর্যায়ে প্রাক প্রতিবন্ধী প্রাথমিক কেন্দ্র চালু করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউপির ইসলামপুর গ্রামে মাস্টার অহেদ আলী (লোটকা) প্রতিবন্ধী প্রাক-প্রাথমিক নামক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। উদ্ধোধন অনুষ্ঠানে ‘আজকের তানোর’ নামক অনলাইন পত্রিকার নির্বাহী সম্পাদক এম রায়হান আলীর সভাপ্রতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, তানোর থানা অফিসাস ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান।

    এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী ও বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা কামরুজ্জামান হেনা প্রমুখ।
    প্রতিবন্ধী পাক প্রাথমিক কেন্দ্রে এলাকার ৩০ জন সুবিধা বঞ্চিত শিশু-কিশোর ভর্তি হতে পারবেন। আর তাদের একে বারে বিনা বেতনে শিক্ষা দিবেন কয়েকজন উদ্যোমী শিক্ষক।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ