• রাজনীতি

    সুজানগরে বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল লতিফ মাস্টারের মৃত্যুবার্ষিকীতে বৃক্ষ রোপনের উদ্বোধন

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৪ , ১০:৩৪:৪২ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি এবং পৌরসভার সাবেক প্রশাসক ও সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আব্দুল লতিফ মাস্টারের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক সৌরভের উদ্যোগে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ, সুজানগর থানা ও ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে বিভিন্ন জাতের কাঠ,ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রউফ।এ সময় থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, অধ্যক্ষ আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার বিশ্বাস, প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন বিনা,

    বিএনপির নেতা তোরাফ আলী, ইয়াকুব আলী, রহুল খান,সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক টুটুল, উপজেলা যুবদলের সদস্যসচিব রিয়াজ মন্ডল, সাবেক ছাত্রনেতা তরঙ্গ, ছাত্রনেতা কাউসার, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকারি শিক্ষার্থী সোহেল রানা মানিক, শেখ রাফি, মরহুম আব্দুল লতিফ মাস্টারের পরিবার সদস্য নিরব,রাজিন, সাজিদ ও রিজন উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন উদ্বোধন কালে বিএনপির নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুল লতিফ মাস্টার ছিলেন, একজন পরিছন্ন শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন সাদা মনের মানুষ। তার রাজনৈতিক জীবনে কখনো কোন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শুনা যায়নি। তিনি পরিছন্ন ভাবে সাদামাটা জীবন যাপন করেছেন। এই সময়ে এই ধরণের রাজনৈতিক ব্যক্তিত্ব খুবই অভাব।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ