• সারাদেশ

    লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাবের কমিটি গঠন

      প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৪ , ৯:১৫:০৩ প্রিন্ট সংস্করণ

     
    এইচ.এম আল-আমিন,স্টাফ রিপোর্টার:লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাবের সাংগঠনিক নিষ্ক্রিয়তা,স্বেচ্ছাচারী ও হঠকারিতার কারণে প্রেসক্লাবের চলতি (২০২৪-২০২৬) কার্য-নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য একযোগে অনাস্থা জ্ঞাপন করেছেন। গতকাল রাতে প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোখলেছুর রহমান ধনুর সভাপতিত্বে প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    সাধারণ সভায় পরবর্তী কার্য-নির্বাহী কমিটি গঠন পর্যন্ত সদ্য সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি মুছাকালিমুল্লাহকে আহবায়ক ও প্রতিদিনের বাংলাদেশ প্রতিবেদক আমানত উল্লাহকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটিতে রয়েছেন যুগ্ম আহবায়ক পদে দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি এম এহসান রিয়াজ এবং সদস্য পদে যথাক্রমে সময়ের আলো প্রতিনিধি মোখলেছুর রহমান ধনু ও যুগান্তর প্রতিনিধি শাহরিয়ার কামাল। 

    বিশেষ সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও উপদেষ্টা মিজানুর রহমান মানিক (দৈনিক নয়াদিগন্ত), উপদেষ্টা বেলাল হোসেন জুয়েল (দৈনিক সমকাল), সাবেক সভাপতি এমএ মজিদ (দৈনিক ইত্তেফাক), নাসির উদ্দীন মাহমুদ (দৈনিক খবর), মাকছুদুর রহমান (দৈনিক ভোরের ডাক ) ও আবছার উদ্দিন রাসেল (দৈনিক খবরপত্র)। সাধারণ পরিষদের সভা শেষে নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি অকুন্ঠ সমর্থন প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

    উল্লেখ্য ২০২৪-২৬ সনের জন্য সভাপতি হিসেবে দৈনিক মানবজমিন প্রতিনিধি ইউছুফ আলী মিঠু ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমাদের সময় প্রতিনিধি মুছাকালিমুল্লাহ নির্বাচিত হন। মাত্র ৬ মাসের মাথায় ক্লাবের সাধারণ সম্পাদক সহ ১৭ সদস্যের মধ্যে ১১ সদস্যই ওই কমিটিকে অনাস্থা দেন সাংগঠনিক নিষ্ক্রিয়তা,স্বেচ্ছাচারীতা, হঠকারিতা ও অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগ আনা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ