প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৪ , ৯:৫৬:৫০ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম-মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলায় সুশীল সমাজের প্রতিনিধিদের জন্য জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সুরক্ষায় পারিবারিক আইন ও মনসামাজিক সহায়তা বিষয়ক একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর ) মহানগরীর একটি রেস্তোরাঁয় এই ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বেসরকারী উন্নয়ন সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের জেলা ব্যবস্থাপক হাসিবুল হাসান পল্লব প্রতিষ্ঠান এবং প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
এছাড়াও, সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তারা জানান, অগ্নি প্রকল্প মূলত নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নিবেদিত। এই প্রকল্পের মাধ্যমে সূশীল সমাজের প্রতিনিধিদের সামাজিক দায়িত্ব ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে। উল্লেখ্য, অগ্নি প্রকল্প ব্র্যাকের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং এর কার্যক্রম রাজশাহী ও গাজীপুর জেলায় চলমান রয়েছে।