• জাতীয়

    তানোরে ভোক্তা অধিকার আইন নিয়ে সেমিনার

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৪ , ৩:০৫:৪৩ প্রিন্ট সংস্করণ

    আব্দুর রাহীম-তানোর উপজেলা প্রতিনিধি:

    রাজশাহীর তানোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর থানা মোড় বণিক সমিতির সভাপতি কবিরুল ইসলাম, সাধারন সম্পাদক আফজাল হোসেল প্রমুখ । অনুষ্ঠানে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কী কী সুবিধার কথা বলা আছে এবং ক্রেতা যেসব বিষয়ে আইনের আশ্রয় নিতে পারবেন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন । যেমন বিক্রেতার পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা, সেবার তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, পণ্য মজুত করা, ভেজাল পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা, ওজনে ও পরিমাপে কারচুপি, নকল পণ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অবহেলা এ সকল বিষয়ে ক্রেতা আইনের আশ্রয় নিতে পারবেন বলে বক্তারা জানান। আয়োজিত এ সেমিনারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন, সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপজেলার বিভিন্ন বাজার বণিক সমিতির ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে, একইস্থানে উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ