• রাজশাহী বিভাগ

    বেড়ায় আরহাম ইলেকট্রনিক্স পক্ষ থেকে একটি বর্নাঢ্য আনন্দ র‍্যালীর আয়োজন

      প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৪ , ৭:৪৯:৪৮ প্রিন্ট সংস্করণ

    বেড়া পাবনা প্রতিনিধি :

    সারা দেশে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ শুরু করছে গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। ক্যাম্পেইনের এই সিজনেও ওয়ালটন পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক। ‘ডাবল মিলিয়ন’ অফারের আওতায় ওয়ালটন শোরুম আরহাম ইলেকট্রনিক্স কানাইবাড়ি মোর থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে আপনারা পেতে পারেন ২০ লক্ষ টাকা। এ ছাড়া রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই সুযোগ থাকবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। ওয়ালটন কর্তৃক আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।

    ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর স্থানীয় প্রচার প্রচারনার অংশ হিসেবে ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আরহাম ইলেক্ট্রনিক্স, কানাইবাড়ী মোড়, হাসপাতাল রোড, বেড়া, পাবনা কর্তৃক তিনদিন ব্যাপী এক বর্নাঢ্য আয়োজন করা হয়। টি-শার্ট, ক্যাপ, ব্যান্ড পাটি, ব্যানার, ফ্যাস্টুন,লিফলেট, মাইকিং সহ প্রায় তিন শতাধিক লোকবল নিয়ে অদ্য ২৪.১০.২০২৪ তারিখে একটি বর্নাঢ্য আনন্দ র‍্যালীর আয়োজন করা হয়। উক্ত র‍্যালী টি উদ্বোধন করেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়াক এর ডেপুটি অপারেটিভ ডিরেক্টর (বিক্রয়) জনাব মওদুদ পারভেজ মামুন,

    আরএসএম জনাব মো: রাকিবুল ইসলাম এবং আরহাম ইলেক্ট্রনিক্স এর সম্মানিত প্রোপাইটর জনাব মো: আশরাফুল আলম (অনি) সহ ওয়ালটন গ্রুপ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তীবর্গ। নিরাপত্তা এবং সার্বিক সহযোগীতা করেন বেড়া মডেল থানার সম্মানিত এসআই সহ পুলিশ সদস্যবৃন্দ তিন দিন ব্যাপী বর্ন্যাঢ আয়োজনে উল্লেখযোগ্য ছিলো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, স্থানীয় দারুল উলুম আবাসিক হাফিজিয়া মাদ্রাসায় প্রায় তিনশত ছাত্র ও শিক্ষক নিয়ে বিশেষ দোয়া মাহফিল এবং মধ্যান্য ভোজের আয়োজন করা হয়

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ