• রাজনীতি

    চাঁদাবাজি যে করবে তাকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

      প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৪ , ২:৩৭:৫৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদাবাজি যে করবে তাকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না। এই চাঁদাবাজির জন্যই জিনিসপত্রের দাম বাড়ে। আর চাঁদাবাজির জন্য দুইটা শ্রেণি জড়িত, তাই চাঁদাবাজি যাতে না হয় সে ব্যবস্থা আমি গ্রহণ করবো। তিনি আজ বিকেলে রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রজেক্ট পরিদর্শন শেষে এসব কথা বলেন।

    স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা আরও বলেন, রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রজেক্ট এ এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত করেছে। স্বাধীনতা পুরস্কার পাওয়ার মতো কাজ করেছে। সারফেস ওয়াটার যেন সাসটেন্স করে এবং সোলার প্যানেলের বিদ্যুৎ পরিবেশ বান্ধব, তাই সোলার প্যানেল বৃদ্ধির বিষয়ও চেষ্টা করছি। এ সময় কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ