• গণমাধ্যম

    তানোর সাংবাদিক ক্লাবের কমিটি ঘোষনা সভাপতি পারভেজ, সম্পাদক এম রায়হান আলী

      প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৪ , ১১:০০:২৫ প্রিন্ট সংস্করণ

    তানোর প্রতিনিধি:

    যেখানে অপরাধ সেখানেই প্রতিবাদ” স্লোগানটিকে সামনে রেখে পুরনো দিনের সকল ব্যার্থতাকে মুছে ফেলে অদ্য ১৩ অক্টোবর ২০২৪ ইং রবিবার থেকে নতুন আংঙ্গিকে ক্লাবের সবার সম্মতিক্রমে রাজশাহীর তানোর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত তানোর সাংবাদিক ক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন এই কমিটিতে ০৭ জন মেধা সম্পন্ন উপদেষ্টা মন্ডলীর সমন্বয়ে এবং ১২ সদস্য বিশিষ্ট তুরুণ, উদ্দ্যোমী ও মেধাসম্পন্ন সংবাদকর্মীর সমন্বয়ে গঠন করা হয়েছে এই তানোর সাংবাদিক ক্লাব। উক্ত উপদেষ্টা মন্ডলীতে যারা রয়েছেন তারা হলেন : ০১/ উপদেষ্টা সম্পাদক, মোঃ রুহুল আমীন খন্দকার নির্বাহী সম্পাদক ও বিশেষ প্রতিনিধি জাতীয় দৈনিক অপরাধ তথ্য, ০২/ উপদেষ্টা : মোঃ নুরে ইসলাম মিলন ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক উপচার এবং জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় প্রধান, ০৩/ উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন নির্বাহী সম্পাদক দৈনিক চাঁপাই চিত্র, ০৪/ উপদেষ্টা : আলহাজ্ব আকতারুজ্জামান মোল্লা (রনজু) বিশিষ্ট সমাজ সেবক তানোর উপজেলা, ০৫/ উপদেষ্টা : মোঃ টিপু সুলতান সাংবাদিক জাতীয় দৈনিক কালের কন্ঠ ও বিশিষ্ট ব্যাবসায়ী, ০৬/ আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোঃ আব্দুস সবুর দেওয়ান সুপ্রিম কোর্ট ঢাকা বাংলাদেশ, ০৭/ আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোঃ রায়হান কবীর জজ কোর্ট রাজশাহী।

    সাংবাদিক বৃন্দের মধ্যে যারা রয়েছেন তারা হলো : সভাপতি : মোঃ সোহানুল হক পারভেজ জনতার সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক GB টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রধান, জাতীয় দৈনিক সকালের সময়, সহ-সভাপতি : মোঃ হাসান ইমাম বার্তা সম্পাদক জনতার সময়, সাধারণ সম্পাদক : এম. রায়হান আলী (ভারপ্রাপ্ত সম্পাদক) জনতার সময় এবং ঢাকা ক্যানভাস বিভাগীয় প্রতিনিধি, যুগ্ম-সাধারণ সম্পাদক : মোঃ শরিফুল ইসলাম শরিফ জাতীয় দৈনিক অপরাধ তথ্য স্টাফ রিপোর্টার, সাংগঠনিক সম্পাদক : মোঃ আনোয়ার পারভেজ বাবু জনতার সময় স্টাফ রিপোর্টার, সহ-সাংগঠনিক সম্পাদক : মোঃ গাজিউল ইসলাম মাসুদ জাতীয় দৈনিক অপরাধ তথ্য তানোর পৌর প্রতিনিধি, অর্থ সম্পাদক : মোঃ শরিফুল ইসলাম দৈনিক উপচার মুন্ডুমালা পৌর প্রতিনিধি, প্রচার সম্পাদক : হাফিজুল ইসলাম জাতীয় দৈনিক অপরাধ তথ্য তানোর উপজেলা প্রতিনিধি, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ মমতাজ খাতুন মুক্তা দৈনিক কলম যোদ্ধা স্টাফ রিপোর্টার, প্রেস সম্পাদক : মোঃ সেলিম রেজা জনতার সময় তানোর প্রতিনিধি, শাওন সরকার ক্যামেরাম্যান জনতার সময়।

    এ বিষয়ে উপদেষ্টা মন্ডলীদের পক্ষে উপদেষ্টা সম্পাদক : মোঃ রুহুল আমীন খন্দকার বলেন, বর্তমানে তানোর উপজেলার সাংবাদিকদের চিত্রপট খুব একটা প্রসংশনীয় অবস্থায় নেই। বিগত দিনে আমাদের অনেকেরই অনেক ভুল ক্রুটি রয়েছে, আমরা কেউ ভুল ক্রুটির উর্ধে নয় তাই সকল ব্যার্থতাকে পিছনে ফেলে নতুন আংগিকে তানোর সাংবাদিক ক্লাবের সংবাদকর্মীরা সামনের দিকে এগিয়ে যাবে এমনই প্রত্যাশা রইলো সবার কাছে। দেশ ও জাতির কল্যাণে আপোষহীন ভাবে “যেখানে অপরাধ সেখানেই প্রতিবাদ” স্লোগানটিকে সামনে রেখে এগিয়ে যাবে তানোর সাংবাদিক ক্লাব। তিনি আরও বলেন, আজকের পর থেকে তানোর সাংবাদিক ক্লাবের কোন সদস্য যদি রাষ্ট্রদ্রোহী বা বে-আইনী কোন কার্যকলাপের সাথে জড়িত হয় কিংবা অনৈতিক কোন কাজের সাথে জড়িয়ে পড়ে তবে তৎক্ষনাত আমরা উপদেষ্টা মন্ডলীরা উক্ত সাংবাদিক বৃন্দের সাথে বসে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করব খুবই কড়া হস্তে।
    পাশাপাশি তিনি সকল উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে তানোর সাংবাদিক ক্লাবের উত্তর-উত্তর উন্নতি কামনা সহ এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সবার জন্য স্থানীয় প্রশাসন সহ সর্বস্তরের মানুষের কাছে নেক দোয়া ও সুদৃষ্টি কামনা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ