প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৪ , ১১:১৭:২০ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
২০ সেপ্টেম্বর শুক্রবার রাজশাহী জেলার চারঘাট থানার ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রাম হতে রাতে ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রাজশাহী জেলার চারঘাট থানা পুলিশ।
এ ঘটনায় পলাতক অভিযুক্তের নাম ১। মো: সুজন (৩২), ২। মো: আশিকুর রহমান (২৯)। মো: সুজন ও মো: আশিকুর রহমান রাজশাহী জেলার চারঘাট থানার ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামের মো: জিয়ারত আলীর ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট থানার এসআই নুর ইসলাম, এসআই মোক্তার হোসেন, এএসআই মো: আব্দুল মালেক ও ফোর্স-সহ ২০ সেপ্টেম্বর রাত ১ টার দিকে ইউসুফপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ইউসুফপুর পশ্চিমপাড়া জনৈক মো: শহীদুল ইসলাম, পিতা: মৃত: নইমুদ্দিন-এর বসতবাড়ীর উত্তরপার্শ্বে ফাঁকা জায়গায় দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে ওসি চারঘাট থানা, রাজশাহী’র নেতৃত্বে এসআই মো: নুর ইসলাম, এসআই মোক্তার হোসেন, এএসআই মো: আব্দুল মালেক ফোর্স-সহ আজ ২০ সেপ্টেম্বর রাতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ঘটনাস্থলে ৩ টি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৮১০ বোতল ফেন্সিডিল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়।