• জনপদ

    রাজশাহীতে বৈষম্যমুক্ত নগরের দাবিতে আলোচনা সভা

      প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৪ , ১০:০২:০২ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    বৃহস্পতিবার সকাল ১০ টায় মহানগরীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ বলেন, দ্ব্যর্থহীনভাবে শহরের প্রান্তিক, বিশেষ করে বস্তিবাসীদের নিরাপদ বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে বৈষম্য থেকে মুক্ত করা, সামগ্রিকভাবে, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার অবস্থার উন্নতির পাশাপাশি তাদের শান্তিপূর্ণ অস্তিত্ব নিশ্চিত করা জাতির সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। তাই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

    এছাড়াও সর্বসম্মতভাবে লক্ষ্য করলে দেখা গেছে যে, বস্তিবাসীদের নিরাপদ আবাস নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ তারা সমাজে বিভিন্নভাবে অবদান রাখে। শহুরে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর বৈষম্যমুক্ত মৌলিক অধিকার নিশ্চিত করাই হতে পারে সমাজের সর্বত্র সুষম উন্নয়নের সর্বোত্তম উপায়।সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার, বিশেষ করে বাসস্থান, বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে
    আসতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে।

    এসময় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির নির্বাহী পরিচালক প্রকৌশলী শহীদ হোসেন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রশিদ, রাজশাহী পানি ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের উপ-ব্যবস্থাপনা পরিচালক আল্লা হাফিজ, নদী গবেষক মাহবুব সিদ্দিক, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) পরিচালক পাভেল পার্থ, সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন

    এছাড়াও মতিউর রহমান, জাহেদা বেগম, মোফাজ্জল হোসেন এবং জয়ন্ত কুমার সহ কয়েকজন বস্তিবাসী, যারা বৈঠকে অংশ নিয়েছিলেন, তারাও তাদের করুণ চিত্র তুলে ধরে এই বিষয়ে তাদের মতামত জানিয়েছেন। উল্লেখ্য, রাজশাহী নগরীর ১০৪টি বস্তিতে ৩৯,০৭৭ জন লোক নিয়ে প্রায় ১০,৩১৪টি পরিবার বসবাস করছে এবং তারা বহুবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই অতি দ্রুত এর পদক্ষেপ নেওয়া উচিত সংশ্লিষ্টদের।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ