• রাজনীতি

    তানোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৪ , ১০:১১:১২ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    জানা গেছে, ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বাধাইড় ইউপি বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে উচাডাঙ্গা হাট চত্ত্বরে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী সভাপতিত্ব করেন নুহ আলম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,

    উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুর রশিদ, সদস্য সচিব আব্দুল মালেক মন্ডল, তানোর পৌর কৃষক দলের আহবায়ক আনারুল ইসলাম, সদস্য সচিব আফজাল হোসেন ও টিপু সুলতানপ্রমুখ। এদিকে একইদিন বাধাইড় ইউনিয়ন (ইউপি) কৃষক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শরিফুল ইসলামকে আহবায়ক, টিয়াকে যুগ্ম-আহবায়ক ও শুকুরুদ্দিনকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন ইব্রাহিম আলী, ভাষাণী,ওবুর আলী ও রুবেল আলী। 

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ