• চট্টগ্রাম বিভাগ

    রামগতিতে ‘শহীদি মার্চ’ পালিত

      প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৪ , ৮:২০:৫৫ প্রিন্ট সংস্করণ

    এইচ.এম আল-আমিন-স্টাফ রিপোর্টার:

    বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে রামগতি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করে। এসময় রামগতি বাজার থেকে একটি মিছিল বের হয়, সেখানে শহীদদের স্বরণে বিভিন্ন শ্লোগানসহ প্লেকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। এছাড়া আন্দোলন চলাকালীন গণহত্যা চালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে তার বিচার দাবি করে শিক্ষার্থীরা। ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা। বক্তব্যে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন জায়গায় নিহতের স্মরণ করে। এছাড়াও হত্যার বিচার দাবি করেন।

    উল্লেখ্য, তীব্র আন্দোলনের মুখে গত ০৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত চলে যায়। একমাস পূর্ণ হওয়ায় ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সারাদেশ ‘শহীদি মার্চ’ কর্মসূচি ঘোষণা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ