• আইন ও আদালত

    রাজশাহীর সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৪ , ৯:৫৭:০৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    আজ মঙ্গলবার বিকেলে রাজশাহীর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, রাজশাহী মানুষের কল্যাণে ও সুশাসন প্রতিষ্ঠায় আমার মূল লক্ষ্য। রাজশাহীর জেলার সকল থানা ও ফাঁড়ি কার্যক্রম চলমান রয়েছে। আইন অনুযায়ী পুলিশ তার কর্তব্য পালন করছে। রাজশাহীতে পুলিশ আরো বেশি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের থানায় আক্রমন এবং গাড়ি পোড়ানোর অপরাধে ইতিমধ্যে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এ পর্যন্ত রাজশাহী জেলায় নাশকতার অভিযোগে মোট ১৯টি মামলা হয়েছে।
    মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো: আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ