• আইন ও আদালত

    বিচার বহির্ভূত গুম এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৪ , ১১:৪৭:৩২ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    শুক্রবার সকালে রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে গুম হয়ে যাওয়া সকল ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে মানবাধিকার সংগঠন “অধিকার” এর উদ্যোগে, মানবাধিকার বহির্ভূত গুম এবং হত্যার সাথে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
    মানববন্ধনে বক্তারা বলেন হাসিনা সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছিলো তাদেরকে সে গুম করে দিয়েছে এবং আয়না ঘর তৈরি করে অনেনকে অন্ধকার জগতে রেখে নির্যাতন করেছে।
    সকল গুমের বিচার করে গুম হওয়া পরিবারবর্গের দায়-দায়িত্ব নতুন সরকারকে নেওয়ার আহ্বান জানান।

    মানববন্ধন শেষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন নাজিব ওয়াদুদ ব্যুরো প্রধান দৈনিক নয়া দিগন্ত। আবু মোহাম্মদ কায়সার সদস্য ,আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন “অধিকার”।মোঃ মেহেদী সজীব অর্থ বিষয়ক উপদেষ্টা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন “অধিকার” রাজশাহী। মোঃ আব্দুল আউয়াল সাধারণ সম্পাদক, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
    মানববন্ধন সঞ্চালনা করেন মইন উদ্দিন, ব্যুরো প্রধান আমার দেশ পত্রিকা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ