প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৪ , ১২:১০:৪৭ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
বন্যার্ত মানুষদেরকে সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ করছে রাজশাহী কলেজের বিভিন্ন সংগঠনের শিক্ষার্থী, সাধারণ মানুষ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। সকলেই নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ তহবিলে অর্থ দিচ্ছেন।
জানা যায় ,শুক্রবার (২৩ আগস্ট) সকালে রাজশাহীর বিভিন্ন এলাকায়, অর্থ সংগ্রহ করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা সাহেব বাজার জিরো পয়েন্টে ত্রাণ সংগ্রহের জন্য গণ গানের আয়োজন ও করে। এছাড়া জুম্মার নামাজ পর সকল মসজিদে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করা হয়।
ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন ১২ জেলার লক্ষাধিক মানুষ। এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন লাখ লাখ মানুষ। শুক্রবার পর্যন্ত বন্যার কবলে পরে অন্তত ১৩ জন মারা গেছেন এবং এখনো অনেকেই নিখোঁজ। বন্যাদুর্গতদের উদ্ধার ও সহায়তার জন্য রাজশাহী কলেজের বিভিন্ন সংগঠনগুলো এবং সকল সাধারণ জনগণ ত্রাণ নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য উদগ্রীব।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয় সালাউদ্দিন আম্মার জানান, বন্যার্তদের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সবসময়ই পাশে আছে। আজকে আমাদের যে কার্যক্রম ছিল ১৭টি হলের শিক্ষার্থীরা বিভিন্ন সামগ্রী সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছে শুকনো খাবার ওষুধ কাপড়সহ বিভিন্ন সামগ্রী। এছাড়া বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন হচ্ছে। তালাইমারি, ভদ্রা, লক্ষ্মীপুর, রেলগেট সাহেব বাজার জিরো পয়েন্টসহ বিভিন্ন স্থানে বুথ বসানো হয়েছে। আগামী কালকেও এই কার্যক্রম চলবে। আজকে যে সংগ্রহ করা জিনিসগুলো রয়েছে সবগুলো ট্রাকে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবে। এছাড়া যতদিন কার্যক্রম চলবে এই কার্যক্রমের সাথে অংশগ্রহণ করার জন্য নগরবাসীকে অনুরোধ জানান।
তিনি বলেন, রাজশাহী শহরের প্রতিটি মোড়ে ১৫/২০টা আলাদা আলাদা সংগঠন ফান্ড কালেকশন করছে। কেউ কেউ বলছে ঢাকা থেকে এসেছেন। সব মিলিয়ে প্রায় ১৫০ টিম। আমি রাজশাহীবাসীকে শুধু এটুকুই বলতে পারবো। আপনার নিয়ত সহীহ্ থাকলে আল্লাহ দান কবুল করবে।
রাজশাহী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং রাজশাহী কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম জানান, সাধারণ ছাত্ররা বিভিন্নভাবে বন্যা কবলিত মানুষদের সহায়তা করছেন। এছাড়া, বিভিন্ন মোড়ে এবং মসজিদগুলোতে ত্রাণ সংগ্রহের কাজ চলছে, যেখানে ভাইয়েরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। একই সাথে, বুথ স্থাপন করে নানাবিধ পণ্য সামগ্রী সংগ্রহ করা হচ্ছে।
রাজশাহী কলেজের অনার্স শিক্ষার্থী মেশকাত রহমান জানান, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ অত্যন্ত কঠিন সময় পার করছে, যেখানে ফেনীসহ বিভিন্ন জেলার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি বলেন, সাধারণ মানুষ হিসেবে যদি তারা বন্যাকবলিতদের পাশে দাঁড়াতে না পারেন, তবে মনুষ্যত্বের কোনো মূল্য থাকে না। তাই, সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করছেন এবং অন্যদেরও সাহায্যে এগিয়ে আসতে উৎসাহিত করছেন।
রাজশাহী কলেজের ৮টি সংগঠন ত্রাণ নিয়ে একসাথে কাজ করছেন তারা হলেন, রাজশাহী কলেজ শুভসংঘ, বিসিএস প্রিপারেশন ক্লাব, স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব, ফিজিক্স ক্লাব, রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব, রাজশাহী কলেজ বিজনেস ক্লাব, অগ্নিবীণা সাহিত্য পরিষদ, সামাজিক স্কুল। তারা বলেন, ডোনেশনের অর্থ দুর্যোগ কবলিত স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছি আমরা সকলেই।
যারা সরাসরি সহায়তা করতে পারছে না তাদের জন্য অনলাইনের মাধ্যমে ও অর্থ সংগ্রহ করা হচ্ছে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তারা বলছেন , সাধারণ শিক্ষার্থীদের জনসেবা মূলক কার্যক্রম অবশ্যই প্রশংসার যোগ্য। দেশের অনেক জেলায় এখন বন্যার কবলে। বন্যার্তদের সাহায্য করা এখন সকলের নৈতিক দায়িত্ব।#