• আইন ও আদালত

    আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় হিজলায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৮ আগস্ট ২০২৪ , ১১:৪০:৫১ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশালের হিজলায় আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন পেশাজীবি,মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত,ব্যবসায়ী,সুশীল সমাজের প্রতিনিধির সম্বনয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।৭ আগষ্ট বুধবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা প্রশাসনের আয়োজনের সম্প্রীতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, এছাড়াও উপস্তিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইয়াসিন সাদেক,কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি,সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

    সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী দল বি এন পির আহবায়ক আবদুল গাফফার তালুকদার,সদস্য সচিব এডঃ দেওয়ান মোঃ মনির,সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সভাপতি, আলহাজ্ব অধ্যাপক সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ,সেক্রেটারি, মাওলানা আবদুল্লাহ বিন কালাম, ইসলামী যুব আন্দোলন হিজলা উপজেলা শাখার সভাপতি মাওঃ আব্দুল হক বিন আমিন,

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আঃ নুরুল আমিন,শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাবের হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক রিমন দেওয়ান, সদস্য সচিব আমির হোসেন বাগা,স্বেচ্ছাসেবকদলের সভাপতি আসাদুজ্জামান খান সজল,উপজেলা ছাত্রদলের সভাপতি মহসিন সিকদার,হিজলা সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি ছাইদুল ইসলাম,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি বশিরউল্লাহ,

    সম্প্রীতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বাংলাদেশের ছাত্র জনতা বিভিন্ন দল এক সাথে রাজপদে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করলে অনেক ভাই শহীদ হন,এবং সেই আন্দোলনের তীব্রতায় সরকার দেশ ছেড়ে পালিয়ে যান।তাই এখন আইনশৃঙ্গলা রক্ষায় আপনাদের সহযোগিতা প্রয়োজন।

    উপজেলা বি এন পির আহবায়ক গাফফার তালুকদার ও সদস্য সচিব এডঃ দেওয়ান মনির হোসেন,সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশর নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের নেতারা দীর্ঘ ১৭ বছরে খুনি হাসিনা ও তার বাহিনী এবং পুলিশ দিয়ে নির্মম নির্যাতনের বিষয়টি তুলে ধরেন। এতে সকলে অঙ্গীকারবদ্ধ হয়ে বলেন, আমরা সবাই মিলেমিশে হিজলা উপজেলাকে রোল মডেল হিসেবে গড়ে তুলবো এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করবো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ