• আইন ও আদালত

    হিজলায় সুফিয়ান হত্যার আসামীদের গ্রেফতার ও ফাসির দাবীতে মানববন্ধন

      প্রতিনিধি ৩১ জুলাই ২০২৪ , ১১:৪৮:২৭ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বুধবার বেলা ১১ টার সময় উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরদূর্গাপুর গ্রামে সুফিয়ান সরদারের বাড়ির সামনে সড়কে এ মানববন্ধর হয়। উল্লেখ্য,গত ২৪ শে জুলাই রাত অনুমানিক ১০ টার সময় স্থানীয় দুই গ্রপের আধিপাত্য বিস্তার কে কেন্দ্র করে সুফিয়ান সরদারকে কুপিয়ে আহত করে। পরে উপজেলা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে মুলাদীরতে মৃত্যু হয়েছে।এ ঘটনায় পরের দিন সুফিয়ানের বাবা জামাল সরদার বাদী হয়ে ৩৪ জন কে আসামী করে হিজলা থানায় একটি হত্যা মামলা করে।তৎক্ষনিক একজন আসামীকে আটক
    করে এবং বাকি আসামীরা আত্মগোপনে চলে যায়।

    ঘটনার সাতদিন অতিবাহিত হলে স্থানীয় লোকজন নিয়ে মেমানিয়া ইউপি চেয়ারম্যান ও সদস্যরা সুফিয়ান হত্যার আসামীদের ফাসির দাবীতে মানববন্ধন করে। মানববন্ধনে আসামীদেও ফাসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অলি উদ্দিন,ইউপি সদস্য নোমান সরদার,নিহত সুফিয়ানের মা ও ভাই
    পারভেজ সরদার। মেমানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নোমান সরদার তার বক্তবে বলেন সুফিয়ান সরদার আমার ভাগ্নে।গত এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। এ
    ঘটনায় মামলা হলে থানাপুলিশ আসামীদের আটক করছে না।বরং আমাকে হিজলা থানার ওসি হুমকি প্রদান করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ