• আইন ও আদালত

    রায়গঞ্জে আসামি ধরতে গিয়ে পানিতে পড়ে পুলিশের এস.আই রেজাউল শাহ নিহত হয়েছে

      প্রতিনিধি ১৫ জুলাই ২০২৪ , ১১:১৪:৪৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটল-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের রায়গঞ্জে আসামি ধরতে গিয়ে নদীর পানিতে পড়ে পুলিশের এস.আই রেজাউল শাহ নিহত হয়েছে। নিহত এসআই রায়গঞ্জ থানায় কর্মরত ছিলেন।

     

    সোমবার (১৫ জুলাই) সকালে হাটিকুমরুল এলাকায় আসামি ধরতে গিয়ে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমন্ত্রণ গ্রামের মোজাম্মেল হকের পুত্র।

     

    রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ জানান, একটি দস্যুতা মামলার আসামি নাজমুলকে আটক করার জন্য তিনিসহ পাঁচ জন ফোর্স নিয়ে এস.আই রেজাউল অভিযানে যান। এদের মধ্যে চার জন ফোর্স গাড়িতে রেখে তিনি আসামি ধরতে যান। এ সময় আসামি নাজমুল এসআই রেজাউলকে সরস্বতী নদীতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

     

    পরে এসআই রেজাউলকে স্বরস্বতী নদী থেকে উদ্ধার করে শহীদে মনসুর আলী হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মণ্ডল ঘটনা স্থল পরিদর্শন করে আসামিদের আটকে জোড় নির্দেশনা দিয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ