প্রতিনিধি ৪ জুলাই ২০২৪ , ১১:০৫:৫৮ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যানপদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল। হয়। এসব প্রার্থীরা হলেন- উপজেলার কামারগাঁ ইউপির সাবেক দুই বারের চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক, কামারগাঁ ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক শফি কামাল মিন্টু ও আ.লীগ পরিবারের সন্তান মাসুদ করিম।
বৃহস্পতিবার সকালে সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামনিক ও মাসুদ করিম নিজ নিজ সমর্থনকারী ও প্রস্তাবকারীদেরকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে, কামারগাঁ ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক শফি কামাল মিন্টু তার সমর্থনকারী ও প্রস্তাবকারীসহ মটরসাইকেলের শোডাউন নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এব্যাপারে তানোর উপজেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তিনি আরও বলেন- শুক্রবার যাচাই-বাছাই ও ১০ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার। আর ১১ জুলাই প্রতিক বরাদ্ধ এবং ২৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিসার আরও বলেন, উপজেলার কামারগাঁ ইউপি নির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুন্য হওয়ায় এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানপদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের জন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি।