• আইন ও আদালত

    পটুয়াখালীতে বিএনপির চলমান সমাবেশে লাঠিসোটা নিয়ে হামলা,আহত-৫

      প্রতিনিধি ৩ জুলাই ২০২৪ , ৭:৩৩:৩৮ প্রিন্ট সংস্করণ

    মু,আহম্মেদ-পটুয়াখালী জেলা প্রতিনিধি:

    পটুয়াখালীতে বিএনপির চলমান সমাবেশে লাঠিসোঁটা নিয়ে হামলা এবং ৫ জন কর্মী গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী ২৫০ শর্য্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি আছে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পটুয়াখালীতে আয়োজিত সমাবেশে হামলার অভিযোগ উঠেছে।.অদ্য ৩রা জুলাই) বুধবার সকাল ১১টায় জেলা শহরের হোটেল আল কায়সারের পেছনে এই হামলার ঘটনাটি ঘটে।এসময় একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে চলমান মিছিলে হামলা করে বলে নেতাকর্মীরা গণমাধ্যমের সামনে অভিযোগ করেন।

    সমাবেশে যোগ দিতে সকাল থেকে ছোট ছোট খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন ও জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি সমাবেশে উপস্থিত ছিলেন। এ ব্যপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন ঘটনার বরাত দিয়ে বলেন, ‘কারা হামলা চালিয়েছে তা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে এখন বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ