• বরিশাল বিভাগ

    দুমকী উপজেলা নির্বাচনে ভোটের লড়াইয়ে মাঠে এগিয়ে কাওসার আমিন মাল্টা

      প্রতিনিধি ১৯ মে ২০২৪ , ৭:১৭:৪৪ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলার দুমকী উপজেলা পরিষদ  নির্বাচন। উক্ত নির্বাচনে পাঁচ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছেন। এর মধ্যে নতুন মুখ হিসেবে ভোটের লড়াইয়ে মাঠে এগিয়ে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মাল্টা প্রবাসী হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মাল্টা প্রাবাসে ক্ষমতাসীন দলের আওয়ামীলীগের সভাপতি মো, কাওসার আমিন হাওলাদার (মাল্টা)।এ ছাড়াও নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে  প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলার প্রথম এবং বর্তমান চেয়ারম্যান ডঃ হারুন অর রশীদ হাওলাদার,সাবেক চেয়ারম্যান শাহজাহান শিকদার,দুমকী উপজেলা কল্যাণ সমিতির ঢাকার সভাপতি এডভোকেট রুহুল আমীন এবং

    সাবেক ছাত্র নেতা এবং ব্যাবসায়ী এডভোকেট মেহেদী মিজান।
    নির্বাচন অফিস সুএে জানা গেছে ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত দুমকী উপজেলার মোট ভোটার ৭১ হাজার ৭৫৫জন,এর মধ্যে পুরুষ ভোটার ৩৬ হাজার ১৭০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩৫ হাজার ৫৮ জন। সরেজমিন অনুসন্ধানে উপজেলার ৫টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে প্রতীক বরাদ্দের পর সব প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, প্রার্থীরা এবং পথসভা,উঠোন বৈঠক বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করছেন,ভোট পাওয়ার জন্য বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন এসব প্রার্থীরা।

    এ ক্ষেএে ব্যাতিক্রম দেখামেলে  কাপ- পিরিচ মার্কা নিয়ে নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান প্রার্থী কাওসার আমিন হাওলাদার মাল্টা তিনি ইতোমধ্যে তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে এবং ব্যক্তিগত তহবিল থেকে দুমকী উপজেলার ৫ টি ইউনিয়নের দুঃস্হ অসহায় জনগোষ্ঠীকে বিভিন্ন সহায়তা করে যাচ্ছেন।সব চেয়ে বেশী আলোচিত হয়েছে দুমকী উপজেলার দুঃস্থ রোগীদের জন্য  জরুরী সেবা দেয়ার জন্য তাঁর ফাউন্ডেশন থেকে ২ টি এ্যাম্বুলেন্স প্রদান করায়। ইতোমধ্যে প্রায় ১৫ শো দুঃস্থ রোগী বিনা অর্থে সুবিধা ভোগ করেছেন। যা দুমকী উপজেলার ভোটারদের মধ্যে ব্যপক

    সারা ফেলেছে। চায়ের টেবিল থেকে শুরু করে অফিস- আদালত, গ্রাম- গঞ্জে,মাঠে-ময়দানে,  হাট-বাজার সহ সর্বত্র মুখে মুখে কাওছার আমিন হাওলাদার মাল্টা এবং তাঁর কাপ-পিরিচ মার্কা য় ভোট দিয়ে নতুন মুখ নির্বাচীত করতে চাচ্ছে দুমকী উপজেলার আপামর জনগণ। এদিকে নতুন ভোটার ছাড়াও দলীয় ভোটাররাও ভাবতে শুরু করেছে তাকে নিয়ে।
    দুমকী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাওসার আমিন হাওলাদার এর মুখোমুখি হলে তিনি দৈনিক আনন্দ বাজারকে বলেন, আমি দীর্ঘ দিন প্রবাসে কাটিয়েছি,সংগ্রাম করে বড় হয়েছি আমার অর্জিত সম্পদ দুমকী উপজেলার দুঃস্থ  জনগনের কল্যাণের জন্য উৎসর্গ করতে চাই। 

    আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন,দুমকীবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচীত করলে সরকারী উন্নয়ন ব্যাজেটের সম বন্টন এবং স্মার্ট ও মডেল উপজেলা গড়ে তুলবো এই প্রতিশ্রুতী আমি আপনাদের দিতে চাই। দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান প্রার্থী কাওসার আমিন হাওলাদার 
    সম্পর্কে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি দুমকী উপজেলার কৃতি সন্তান দৈনিক সাথী র সম্পাদক আনোয়ার হোসেন বলেন,কাপ-পিরিচ মার্কার প্রার্থী কাওসার আমিন হাওলাদার একজ ন মানবিক গুণী সম্পন্ন  একজন লোক, তিনি দুমকীর দুস্থ জনগণ এবং দুমকী উপজেলার উন্নয়নে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ব। ইতোমধ্যে তিনি ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। আশাবাদী সুষ্ঠু ও অবাধ নিরপে্ষ নির্বাচন হলে তিনি নির্বাচীত হবেন বলে

    আমি বিশ্বাস করি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ