• আন্তর্জাতিক

    রাজশাহীতে মহান মে দিবস পালিত

      প্রতিনিধি ১ মে ২০২৪ , ৫:২৭:০৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    “শ্রমিক-মালিক গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যেকে সামনে নিয়ে বিভাগীয় মহানগরী রাজশাহীতে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে এবং রাজশাহী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
    র‌্যালিতে রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক আমিনুল হক, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি আব্দুল্লা খান, রাজশাহী মহানগর শ্রমিক লীগের শ্রম সম্পাদক আব্দুস সোহেলসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালিটি মহানগরীর লক্ষীপুর মোড় থেকে মহানগরীর সিএন্ডবি’র মোড়ে গিয়ে বঙ্গুবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবর্ক করেন।

    পরে সেখানে একটি রেঁস্তোরায় দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। এসময় রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ, শ্রমিক দিবসটির গুরুত্বতুলে ধরে বক্তব্য রাখেন। এদিকে, রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগ, মহানগর জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ, মহনগর ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতি, বাংলাদেশ ডাক বিভাগ উত্তর অঞ্চল, দর্জি শ্রমিক ইউনিয়ন, রাজশাহী জেলা হোটেল ও রেষ্টুরেন্ট, শ্রমিকলীগ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) সহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ