প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৩ , ১০:১২:১৭ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
আজ ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১২ টায় আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো: শাকিল হুদা, এসআই (নিরস্ত্র) শ্রী দ্বীজেন্দ্র নাথ রায়, মো: আব্দুল মতিন ও মো: নাজমুল ইসলাম, এসআই (সশস্ত্র) মো: দুরুল হুদা, এএসআই (নিরস্ত্র) মো: ময়নুল ইসলাম, মো: নুরনবী ও নায়েক মো: নাজিমুল ইসলামকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পুলিশ কমিশনার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের উষ্ণ অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনে তাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন।