প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৩ , ১০:৪৯:০২ প্রিন্ট সংস্করণ
মেহেদী মাসুদ-পাবনা:
সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম কে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সুজানগর প্রেসক্লাবের পক্ষ থেকে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অনুষ্ঠানে পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সাইফুল ইসলাম,
সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহজাহান আলী মন্ডল, দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন ও ডেইলি মর্নিং টাচ্ পত্রিকার প্রতিনিধি মেহেদী মাসুদ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শেষাংশে সুজানগর প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামকে ক্রেস্ট প্রদান করা হয়।