প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৩ , ৭:২২:১৫ প্রিন্ট সংস্করণ
মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল লোহাগড়ায় লক্ষীপাশা ব্রিজের নীচ থেকে অজ্ঞাত এক ব্যাক্তির (৫০) লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নড়াইলের লোহাগড়া খেয়াঘাট এলাকায় ব্রিজের নিচ থেকে অর্ধগলিত একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে লাশ দেখে স্থানীয়র পুলিশে খবর দেয়।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন লাশ উদ্ধাররের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এখনও লাশের কোন পরিচয় পাওয়া যায়নি,পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।