• সারাদেশ

    হিজলায় বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরণ

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২৩ , ১২:৫১:৫৫ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে হিজলা উপজেলায় আলোচনা সভা ও সেলাই মেশান এবং অনুদানের চেক বিতরন করেন, বরিশাল-৪ আসনের মাননীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ এমপি।

    আজ ৮ আগষ্ট মঙ্গলবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম ও অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এরপর “সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজলা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃতারেক হাওলাদার

    অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়, যিনি উন্নয়নের মাধ্যমে সাধারণ জনতার হৃদয়ের কোটায় জায়গা করে নিয়েছেন, বরিশাল-৪ আসনের এমপি পংকজ দেবনাথ ৷ বিশেষ অতিথি করা হয় হিজলা উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ বেলায়েত হোসেন ঢালী, জনাব মোঃ আলতাব হোসেন, উপজেলা বাইস চেয়ারম্যান এবং মহিলা বাইস চেয়ারম্যান মোসাঃ- নাজমা বেগম ৷ আলোচনা সভায় বক্তারা বঙ্গমাতার বিভিন্ন দিক ও অবদান সম্পর্কে আলোকপাত করেন। আলোচনা সভা শেষে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ