প্রতিনিধি ৫ আগস্ট ২০২৩ , ১:১২:৫০ প্রিন্ট সংস্করণ
মেহেদী মাসুদ-স্টাফ রিপোর্টার:
উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র বাংলাদেশ আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে, উপজেলা পরিষদের হলরুমে শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। এ সময় আরো বক্তব্য দেন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।