প্রতিনিধি ১ আগস্ট ২০২৩ , ৭:২৭:০৭ প্রিন্ট সংস্করণ
আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, সরকার অতিমাত্রায় আমলা নির্ভর হওয়ার কারণে দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে ক্ষুন্ন হচ্ছে। বিভিন্ন দেশ ভিসানীতির আওতায় নিয়ে আসছে।
তিনি বলেন, রাষ্ট্র মেরামত করার দায়িত্ব সরকারের। সরকার যদি প্রশাসনকে ঘুষ দেয়, তাহলে আর কিছু বাকি থাকে না। তিনি বলেন, দোষ করছে সরকার। কলঙ্কের তিলক পুরোদেশ বাসির উপর। তা হতে পারে না। রাষ্ট্র চালায় সরকার, র্যাব, পুলিশসহ অন্যান্য প্রশাসনকে চালানোর দায়িত্বও সরকারের। কিন্তু এখন দেশ বা সরকার চালাচ্ছে প্রশাসন।
তিনি বলেন, আমলারা খারাপ কাজ করলে, রাষ্ট্রবিরোধী কাজ করলে তাদের সংশোধন কে করাবে? নিশ্চয়ই সরকার, কিন্তু সরকার তা করতে পারছে? পারেনি। সরকার যদি কোন আমলা দ্বারা খারাপ কাজ করায়, দিনের ভোট রাতে করায় তাহলে সে প্রশাসন বা আমলা সরকারকে কী দাম দেবে?
আজ দুপুরে দৈনিক যুগান্তরকে দেয়া সাক্ষাতকারে মুফতী ফয়জুল করীম বলেন, দেশ ধ্বংসের চূড়ান্ত পর্যায়। গামের্ন্টস সেক্টর বন্ধ হলে দেশের অবস্থা কোন পর্যায়ে যাবে? সরকার কি তা চিন্তা করছেন? মার্কিন সাম্রাজ্যের সাথে টেক্কা দিয়ে সরকার টিকবে? কেন, টেক্কা দিতে যায় সরকার। বেনজির সাহেব ভিসানীতির আওতায়। এখন থাকে পাহারা দেয়া হবে রাষ্ট্রের খরচে। মূর্তিকে পাহারা দেয় সরকার। আর জনগণ নিরাপত্তাহীনতায়।
মুফতী ফয়জুল করীম বলেন, সরকারকে মাথা মোটা দিয়ে কাজ করলে হবে না। এতে দেশ, ইসলাম ও মানবতা চরম বিপর্যয় নেমে আসবে।