• সারাদেশ

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা আরাফাতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

      প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ৮:০৩:১৩ প্রিন্ট সংস্করণ

    মো:মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ও নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামের মৃত শাহাবুদ্দিন বিশ্বাসের ছেলে শাহ একলিমুর রেজা আরাফাত (৩৮) বুধবার (১৯ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার আত্মার মাগফিরাত কামনা করে লোহাগড়ার এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ ব্যাচ বন্ধুদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বাদ আছর লক্ষীপাশা থানা মসজিদে এ দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ দোয়া পরিচালনা করেন। এ সময় মসজিদের মুসল্লিগনসহ আরাফাতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। আরাফাতের বন্ধু কাজী ইমরান হোসেন, মমিনুর রহমান, রাজীব, সাকিব, শোভন, রাজু, সালাউদ্দিন, খন্দকার ইমরান, রুবেল, নাঈমসহ স্কুল-কলেজ জীবনের অনেক বন্ধুরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ