• সারাদেশ

    সুজানগরে মৎস্যচাষী ও মৎস্যজীবি সমবায় সমিতির নবগঠিত কমিটির অভিষেক

      প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ১:১৯:৩৮ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    সুজানগর মৎস্যচাষী ও মৎস্যজীবি সমবায় সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাবনার সুজানগর পৌর শহরের সিনেমা হল রোডের ডাঃ জাহাঙ্গীর হোসেনের মার্কেটের দোতলায় সুজানগর মৎস্যচাষী ও মৎস্যজীবি সমবায় সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। নবগঠিত কমিটির সভাপতি ইদ্রিস আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারেজ উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুছ আলী বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী হেদায়েতুল্লাহ ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আমিরুল ইসলাম, যুগ্ন আহবায়ক সরদার রহুল আমিন, পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, মানিক হোসেন, জায়দুল হক জনি, নবগঠিত কমিটির কোষাধ্যক্ষ মাসুদ রানা,সহ কোষাধ্যক্ষ নায়েব আলী প্রমুখ। এছাড়াও বিভিন্ন এলাকার মৎস্যচাষী ও মৎস্যজীবি গণ উপস্থিত ছিলেন। সুজানগর মৎস্যচাষী ও মৎস্যজীবি সমবায় সমিতির নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, মোঃ ইদ্রিস আলী খান, সাধারণ সম্পাদক মোঃ হারেজ উদ্দিন, কোষাধ্যক্ষ মাসুদ রানা,সহ কোষাধ্যক্ষ নায়েব আলী। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ