• আইন ও আদালত

    নোয়াখালীতে দুদকের মামলায় অধ্যক্ষ ওমর ফারুকের জেল জরিমানা

      প্রতিনিধি ২০ জুলাই ২০২৩ , ২:০৬:৪৪ প্রিন্ট সংস্করণ

    এইচ.এম আল আমিন-লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

    নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মো. ওমর ফারুক নামের এক অধ্যক্ষকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) বিকেলে বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় ঘোষণা করেন। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

    দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক লক্ষ্মীপুর জেলার রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলেকজান্ডার এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে, তিনি রামগতি চর আলেকজান্ডার কামিল মাদরাসার অধ্যক্ষ ছিলেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো.আবুল কাশেম সন্ধ্যায় রায়ের বিষয়টি আলোকিত ৭১ সংবাদকে নিশ্চিত করেন।

    তিনি বলেন, আসামি ওমর ফারুককে এক ধারায় দুই বছর ও আরেক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত, একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
    মামলার সূত্রে জানা গেছে, অধ্যক্ষ থাকাকালে আসামি ওমর ফারুক গভর্নিং কমিটির অজান্তে মাদরাসার তহবিল থেকে চার লাখ ৮৪ হাজার ৮৯৫ টাকা আত্মসাৎ করেন। এছাড়া কমিটির অনুমোদন না নিয়ে মাদরাসাকে ওয়াকফ ট্রাস্টের তালিকাভুক্ত করে মাদরাসার অপূরণীয় ক্ষতি করেছেন তিনি।

    মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন দুদকের তৎকালীন উপ-পরিচালক মো: তালেবুর রহমান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ