প্রতিনিধি ২৭ জুন ২০২৩ , ১০:৪১:৫৩ প্রিন্ট সংস্করণ
মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ভিজিএফ কর্মসূচির চাল চুরির অভিযোগে উঠেছে। স্থানীয়রা জানান, শংকরপুর গ্রামের বাসিন্দা বিএনপি নেতা বাদলের কাছে গোপণে ভিজিএফ কর্মসূচির ৮০ বস্তা চাল বিক্রি করে দেন সচিব মোস্তাফিজুর রহমান।এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি ও সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা সচিবকে আটকসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৫ জুন রোববার দিবাগত রাতে কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন থেকে এসব চাল বের করে পাচারের সময় সচিবকে হাতেনাতে আটক করে এলাকাবাসি। এসময় প্রকৃতির ডাকে সাড়া দেবার কথা বলে কৌশলে ভৌঁ-দৌড়ে পালিয়ে যায় সচিব মোস্তাফিজুর। স্থানীয় বাসিন্দা শমসের আলী জানান, সচিব মোস্তাফিজুর রহমান চালগুলো চুরি করে বিক্রি করেছে আর কিছু চাল সরকারি খাদ্য গুদামে রেখে দিয়েছে।
জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কলমা ইউনিয়নের (ইউপি) হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য ইদ উপহার হিসেবে (ভিজিএফ) চাল বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু সেই চাল হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ না করে রাতের আঁধারে ৮০ বস্তা চাল চুরি করে বিক্রি করে ইউপি সচিব মোস্তাফিজুর রহমান। এবিষয়ে জানতে চাইলে কলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মোস্তাফিজুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব চালের মান ভাল ছিলো না, সেই জন্য চালগুলো পাল্টানোর জন্য বের করা হচ্ছিল। এবিষয়ে কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী জানান, ঘটনা শোনার পরে সচিবকে পরিষদে ডাকা হয়েছে, কিন্তু সে পরিষদে আসেনি। তিনি বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে কামারগাঁ সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) রেজাউল ইসলাম বলেন, এবার কোথাও নিম্নমাণের চাল দেয়া হয়নি।#