প্রতিনিধি ২৪ জুন ২০২৩ , ১০:০০:৪৬ প্রিন্ট সংস্করণ
মোঃ মাহফুজুর রহমান সুমন-সুবর্ণচর উপজেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হারিছ চৌধুরীর বাজার চর জব্বর ডিগ্রী কলেজ মাঠে এক বিশাল গরুর মাঠ তৈরি করা হয়েছে। ঈদুল আযহা উপলক্ষে অনেক মানুষ গরু ক্রয় করার জন্য আসেন। কয়েকজন ক্রেতাকে জিজ্ঞাসা করা হলে তারা বলেন গরুর দাম এত বেশি যার কারণে গরু কিনতে অস্বক্ষম হয়ে দাঁড়িয়েছে। যার ফলে অনেকে গরু কেনার পরিবর্তে বকরি দিয়েই কোরবানি করার জন্য প্রতিশ্রুতি নিয়ে ফেলে।
কয়েকজন বিক্রেতা কে জিজ্ঞেস করলাম গরুর দাম কত প্রায় সবার উত্তরে জানা গেল ৬০ হাজারের নিচে কোন গরু এ নাই।
মামুন নামে এক বিক্রেতাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার গরু কত টাকা বিক্রি করলেন, মামুন বলল আমি এক লাখ ৯৫ হাজার টাকা বিক্রি করলাম। মামুন বলল আমি এক বছর আগে এই গরুটা ক্রয় করলাম ৯৬ হাজার টাকা আর এখন একবছর পর এক লাখ ৯৫ হাজার টাকা বিক্রয় করলাম।