প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ৯:৩৬:০৪ প্রিন্ট সংস্করণ
মোঃ মিজানুর রহমান-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার (২২ জুন) সকালে ধুবিল ও ঘুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়। ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল তালুকদার বলেন,প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে হতদরিদ্র প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে ২ হাজার ৫ শত ৪৮ টি কার্ডধারীর মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
ঘুরকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান সরকার বলেন, ঈদ কে সামনে রেখে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ২ হাজার ৮ শত ৯২ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এসময় ধুবিল ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের সচিব,দায়িত্ব প্রাপ্ত ট্যাক অফিসার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।