প্রতিনিধি ১৯ জুন ২০২৩ , ৭:২৪:১৫ প্রিন্ট সংস্করণ
আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশাল বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ শান্ত তার মায়ের চিকিৎসার জন্য আসলে লাইনে দাড়ানো নিয়ে আনসার সদস্যের সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে আনসার সদস্যের হাতে মারধরের শিকার হন বরিশাল বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী।
আজ ১৯ জুন সোমবার বেলা ১১টার সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে ঘটনাটি ঘটে।হাসপাতাল সুত্রে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ শান্ত তার মা কে নিয়ে হাসপাতাল আসলে তার মা লাইন থেকে একটু সরে ফ্যানের নিচে এসে দাড়ালে আনসার সদস্য লাইনে দাড়াতে বলেন,
এ নিয়ে তাদের মধ্যেে কথা কাটাকাটি হলে শান্তর মা আনসার সদস্যকে তার নিজের জুতা দিয়ে পিটান।পরে শান্ত আসলে চার আনসার সদস্য শান্তকে মারধর করেন।এতে চার আনসার সদস্য শাকিল, হানিফ, জিহাদ ও রিয়াজ কে সাময়িক ভাবে বরখাস্ত করেন কর্তৃপক্ষ।