প্রতিনিধি ১৮ জুন ২০২৩ , ৬:৫৩:২৮ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান-পাবনা:
সুজানগরে বালু ভর্তি হেরো গাড়ীর চাপায় মাজেদুল নামক এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে। নিহত ব্যক্তির কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সাতপাকিয়া গ্রামের আব্দুল মালেক প্রামানিকের ছেলে মাজেদুল (২৮) এবং আহত মোটরসাইকেল চালক পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর বলরাম পুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মিঠুন (৩২)। স্থানীয়রা জানান,ভোর বেলায় বালু ভর্তি হেরো গাড়ী মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দিলে পিছনে লোক পড়ে গিয়ে হেরো গাড়ীর চাপায় মারা যায় এবং চালক সহ মোটরসাইকেল হেরো গাড়ীর ধাক্কায় সড়কের পাশে পড়ে যায়। রোববার ভোরে পাবনার সুজানগরের সীমান্তবর্তী এলাকা (বান্নাই পাড়া মোড়) পাবনা – সুজানগর আঞ্চলিক সড়কে বালু ভর্তি হেরো গাড়ীর চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। আহত মিঠুন কে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান,বালু ভর্তি হেরো গাড়ী আটক করা হয়েছে। তবে চালক কে পাওয়া যায়নি। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।