• রাজনীতি

    মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে পলি সভাপতি শাহানাজ সম্পাদক

      প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ১১:৫৯:২৯ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় পলিকে সভাপতি ও শাহানাজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কলমা ইউপির দরগাডাঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

    সম্মেলনে কলমা ইউনিয়ন মহিলা লীগের সভাপতি শারমিন রিমা পলির সভাপতিত্বে ও শাহানাজ খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মাঈনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, মহিলা লীগের সভাপতি ও নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা ও কলমা ইউপির আওয়ামী লীগের সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ