• রাজশাহী বিভাগ

    সিরাজগঞ্জে ২ কেঁজি গাঁজা সহ গ্রেফতার-১

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৩ , ৮:১৫:৩৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জে বিশেষ অভিযান ০৬/০৪/২০২৩ তারিখে উল্লাপাড়া থানাধীন ঘোষগাতি তেতুলতলা হতে ২ কেঁজি গাঁজা সহ একজন মাদককারীকে গ্রেফতার করা হয়।

    সিরাজগঞ্জে বিশেষ অভিযান ০৬/০৪/২০২৩ তারিখে উল্লাপাড়া থানাধীন ঘোষগাতি তেতুলতলা মোঃ মনিরুজ্জামান মুন্নার নার্সারি সামনে হতে একজন মাদককারীকে আটক করেন। আটককৃত হল উল্লাপাড়া থানাধীন এনাতপুর গুচ্ছু গ্রামের মোঃ মোন্নাফ হোসেনের ছেলে মোঃ ইমন আলী (৩৫)এর হেফাজ হতে২ কেঁজি গাঁজা সহ তাহাকে গ্রেফতার করা হয় ।

    মান্যবর পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল বিপি এম(বার) পিপিএম (বার) নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ রওশন আলী এর সার্বিক তত্ত্বাবধানে সিরাজগঞ্জের জেলা গোয়েন্দা শাখার কর্মরত এসআই/মোঃ নাজমুল হক বিপিএম এর নেতৃত্বে একটি আভিযানিক দল

    এ সংক্রান্তে উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ