প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ৫:৫০:৪৮ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান-পাবনা:
“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান”প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে, উপজেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সঞ্চালনায় লিগ্যাল এইড আইনি সেবাদান সম্পর্কে বক্তব্য দেন,
জেলা লিগ্যাল এইড কর্মকর্তা বেগম পারুল আক্তার। আরো বক্তব্য দেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, মেডিকেল কর্মকর্তা ডাঃ শফিউল আলম, সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, আনসার কমান্ডার ইমরান হোসেন, ইউপি সদস্য হাসিনা খাতুন প্রমুখ।