• আইন ও আদালত

    লোহাগড়া বিভিন্ন মামলায় ১০ জন আসামি গ্রেপ্তার

      প্রতিনিধি ১৪ মার্চ ২০২৩ , ৯:৫২:৪৩ প্রিন্ট সংস্করণ

    মো:মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    লোহাগড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন চুরি,মাদক ও মারামারি মামলাসহ বিভিন্ন স্থান থেকে১০জনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়,গত সোমবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন এসআই সুজিত সরকার এএসআই মো: মিকাইল হোসেন,এএসআই মো:বাচ্চু শেখ ও তাদের সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে চুরি মাদক মারামারি সহ ১০ জনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

    আটককৃত আসামিরা হলেন, লোহাগড়া উপজেলার মাসুম কাজী (৩২),রাশেদুল ইসলাম (২৪),মিলু মোল্লা (২৮),দিপু মুন্সী (১৯),আনিস মুন্সী (২২),ইরফান মুন্সী (১৯),
    কালিয়া উপজেলার ইব্রাহিম শেখ (২৫) , নড়াগাতী থানার জামিরুল ইসলাম (২৯)এবং খুলনা জেলার কয়রা থানার হাফিজুর রহমান (২৪)।আসামিদের গ্রেফতার করেন লোহাগড়া থানা পুলিশ।

    লোহাগড়া থানার (ওসি) মো:নাসির উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করেন,বলেন আসামিদের জেলহাতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ