• আমার দেশ

    রাজবাড়ী শ্রমিকদের নতুন কমিটির মুস্তাফিজুর রহমান ও মঞ্জুরুল ইসলাম

      প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:২৩:৫৭ প্রিন্ট সংস্করণ

    আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ

    আজ ২৫ ফেব্রুয়ারী রোজ শনিবার, দুপুর ৩ ঘটিকায়, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা কতৃক আয়োজিত, ইংলিশ মার্কেট ২য় তলা জেলা কার্যালয়ে ‘জেলা সম্মেলন ২০২৩’ অনুষ্ঠিত হয়।

    উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন; নীতির পরিবর্তন ছাড়া শ্রমিকদের গুণগত মান পরিবর্তন হওয়া সম্ভব না।
    তিঁনি আরো বলেন; বর্তমান নীতি-নৈতিকতাহীন জাতিকে গড়তে হলে এই সমাজ ভাঙতে হবে, ইসলামী সমাজ গড়তে হবে।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ইসলামী শ্রমিক আন্দোলনের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মাওলানা গোলাম কিবরিয়া।
    আরো উপস্তিত ছিলেন, ইসলামী আন্দোলন রাজবাড়ী জেলা সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক হাঃ মুহাম্মাদ সাব্বির হুসাইন, কোরআন শিক্ষা বোর্ডের জেলা সভাপতি, ক্বারী আবু অউসুফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা সভাপতি, মুহাম্মাদ আব্দুর রহিম আল-মাহমুদ (সুমন), ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক, মুহাম্মাদ আবু রায়হান গিফারী এবং শ্রমিক আন্দোলনের জেলা নেতৃবৃন্দ।

    উক্ত সম্মেলন শেষে, প্রধান অতিথি গত ২১-২২ সেশনের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২৩-২৪ সেশনের নতুন জেলা কমিটি ঘোষণা করেন।

    সভাপতি- হাঃ মুস্তাফিজুর রহমান সেলিম
    সহ-সভাপতি- হাঃ মাওঃ নূরুল হাসান শরিফী
    সাধারণ সম্পাদক- মঞ্জুরুল ইসলাম
    সাংগঠনিক সম্পাদক- সাজ্জাদ সওদাগর।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ