প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:১২:২৩ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সেলিম মাতব্বর (রাশেদ) এর ব্যক্তিগত চেম্বারে ভুল চিকিৎসায় আলী বাবর নামে পাঁচ বছর বয়সী এক শিশুর বাম হাত বাঁকা হয়ে গেছে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেছে ভুক্তভোগীর পিতা মাতা।
অদ্য ২৪শে ফেব্রুয়ারী শুক্রবার সকালে বিচারের দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পটুয়াখালী জেলা প্রেসক্লাব কার্যালয় সংবাদ সম্মেলন করেছেন শিশু বাবরের পিতা সিকদার নোমান।
এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী শিশুর পিতা সিকদার নোমান ওই চিকিৎসকের বিরুদ্ধে পটুয়াখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। সংবাদ সম্মেলনে দশমিনা উপজেলার আরজবাগী এলাকার স্থায়ী বাসিন্ধা সিকদার নোমান, ও তার স্ত্রী রাবেয়া বেগম এবং ৫ বছরের শিশু পুত্র আলী বাবর এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবে।