প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৩ , ৯:১২:১২ প্রিন্ট সংস্করণ
মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভূমি সেবা প্রত্যাশীদের জিম্মি করে অর্থ আদায়সহ সরকারি কাজে বিভিন্নভাবে বাধা প্রদান করার অভিযোগে এক কথিত সাংবাদিক কে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি ২০২৩) আনুমানিক দুপুর ১ ঘটিকার দিকে ভূমি অফিসে সেবা প্রত্যাশীদের কাছ থেকে অর্থ আদায় করছিলো মিনহাজুল ইসলাম সবুজ (২৯) নামে তথাকথিত সাংবাদিক। পরে সেবাপ্রত্যাশী জনতার তাকে সন্দেহ হলে প্রশাসনকে অবহিত করেন।
মিনহাজুল ইসলাম সবুজ রাজশাহীর দুর্গাপুর উপজেলার মিরপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তাৎক্ষণিক অভিযোগ পেয়ে ভূমি অফিসের কর্মচারীরা মিনহাজুল ইসলাম সবুজকে আটক করে নিয়ে আসে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের কাছে। এই সময় মিনহাজুল ইসলাম সবুজ নিজেকে ভোরের চেতনা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি দাবি করেন,কিন্তু সে সাংবাদিক হিসেবে পরিচয় পত্র দিতে ব্যর্থ হন।
গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান বলেন, মিনহাজুল ইসলাম সবুজকে অর্থ আদায় ও সরকারি কাজে বাধা প্রদানের দায়ে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।