প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৩ , ৫:৫৯:৩৩ প্রিন্ট সংস্করণ
আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
আজ ১১ জানুয়ারি বুধবার, দুপুর ২টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব কনভেনশন ২০২৩ বাস্তবায়ন কমিটির এক জরুরি বৈঠক ও ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের সাথে কনভেনশন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কনভেনশন বাস্তবায়ন কমিটির বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।
বৈঠকে কনভেনশন বাস্তবায়ন কমিটি কাজের অগ্রগতির রিপোর্ট পেশ করা হয়। সাংগঠনিক বিভাগের রিপোর্টে জানা যায়, কনভেনশন ঘিরে সারাদেশে নেতাকর্মীদের মধ্যে ব্যপক জাগরণ তৈরি হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন বলেন, ১৩ জানুয়ারি শুক্রবার রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্কের অনুষ্ঠিতব্য জাতীয় যুব কনভেনশন সংকটাপন্ন এই জাতির প্রত্যাশা পূরণে বড় মাইল ফলক হবে, ইনশাআল্লাহ। এছাড়াও কনভেনশনের সফলতার লক্ষে তিনি মিডিয়ার একান্ত সহযোগিতা কামনা করেছেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এ রহমান খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমদ সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ইলিয়াস হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মারুফ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, দফতর সম্পাদক মুফতী আবদুজ্জাহের আরিফী, প্রকাশনা সম্পাদক মাস্টার মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আ হ ম আলাউদ্দীন, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মুহাম্মাদ ইউনুছ তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক তৌফিক ইমাম, উপ-সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম, এম হাসিব গোলদারসহ কনভেনশন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ।