প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৩ , ১:০২:০৯ প্রিন্ট সংস্করণ
আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ
অদ্য ১১ জানুয়ারি ২০২৩ইং, বুধবার সকাল ১০ টায় বাউফল উপজেলা (মুজাহিদ কমপ্লেক্স) কার্যালয়ে, উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ শাকিল শরীফ এর অনুমতিক্রমে উপজেলার সহ-সভাপতি মুহাম্মদ আবু সালেহ এর সভাপতিত্বে ২০২৩ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অধিবেশন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে গত ৩১ ডিসেম্বর,বাউফল উপজেলা শাখার-২০২২ সেশনের কমিটি বিলুপ্ত করা হয় এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন-২০২৩ সেশনের কমিটি ঘোষণা করেন – সভাপতি, মুহাম্মদ শাকিল শরীফ, সহ-সভাপতি, মুহাম্মদ আবু সালেহ, সাধারণ সম্পাদক, মুহাম্মদ এমদাদুল্লাহ আল হাদীর নাম ঘোষণা করেন।
বাউফল উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকা:
০১. সভাপতি – মুহাম্মাদ শাকিল শরীফ
০২. সহ-সভাপতি – মুহাম্মদ আবু সালেহ
০৩. সাধারণ সম্পাদক – মুহাম্মাদ এমদাদুল্লাহ আল হাদী
০৪. সাংগঠনিক – মুহাম্মাদ মামুনুর রশিদ
০৫. প্রশিক্ষণ সম্পাদক – মুহাম্মদ আল ইমরান
০৬. দাওয়াহ সম্পাদক – মুহাম্মদ আবুল হোসেন
০৭. তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক – মুহাম্মাদ রুহুল আমিন
০৮. প্রকাশনা ও দপ্তর সম্পাদক – মুহাম্মদ তসলিম
০৯. অর্থ ও কল্যাণ সম্পাদক – মুহাম্মদ মাসুম বিল্লাহ
১০. কওমী মাদ্রাসা সম্পাদক – মুহাম্মদ রবিউল ইসলাম
১১. আলিয়া মাদ্রাসা সম্পাদক – রবিউল ইসলাম
১২.কলেজ সম্পাদক – মুহাম্মদ কামরুল ইসলাম
১৩. স্কুল সম্পাদক – শরিয়াতুল্লাহ
১৪. সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক – তারেক রহমান
১৫. সদস্য – রিয়াজুল ইসলাম
নবগঠিত ২০২৩ সেশনের মজলিসে শুরার তালিকা-
০১.মুহঃ আল আমিন
০২. নাঈম হোসেন
০৩. আবু তালেব
০৪. আমির হোসেন
০৫. মহিবুল্লাহ
০৬. মাহফুজ
০৭. রাকিবুল ইসলাম রমজান
০৮. প্রিন্স মাহমুদ রুমান
০৯. সাইফুল ইসলাম
১০. জোবায়ের হোসেন
১১. তাওহীদ ইসলাম
১২. আসিকুর রহমান নাজমুল
১৩. সাইদুল ইসলাম
১৪. ফয়সাল
১৫. আব্দুল্লাহ